লকডাউন প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে আগামী ১১ আগস্ট থেকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো আবারও চালু হবে। এদিন থেকে ভ্রমণ ভিসা ছাড়া সব ধরনের আবেদন নেবে ভিসা সেন্টারগুলো।
আজ মঙ্গলবার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশস্থ ভারতীয় হাইকমিশন।
ভারতীয় হাইকমিশন জানায়, বুধবার থেকে দেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে ওই কার্যক্রম শুরু হবে। এজন্য কোনো ধরনের অনুমতি বা অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হবে না। পর্যটন ভিসা ছাড়া সব ধরনের আবেদন করা যাবে ওই কেন্দ্রগুলোতে।
ভারতীয় স্টেট ব্যাংকের ব্যবস্থাপনায় দেশে ১৫টি ভিসা আবেদন কেন্দ্র রয়েছে। সেগুলো হলো- ঢাকা (যমুনা ফিউচার পার্ক), যশোর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বগুড়া, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা।
গত ১ জুলাই থেকে বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত লকডাউনের পরিপ্রেক্ষিতে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হয়। প্রায় এক মাস ১০ দিন বন্ধ থাকার পর পুনরায় ওই কেন্দ্রগুলো খোলা হচ্ছে।
উল্লেখ্য, ভিসা সেন্টারের মাধ্যমে বিজনেস, কনফারেন্স, কূটনৈতিক, চাকরি, জরুরি, এন্ট্রি, সাংবাদিক, মেডিকেল, মিশনারি, দুই মাসের মধ্যে পুনঃপ্রবেশ, গবেষণা, শিক্ষার্থী, পর্যটক ও ট্রানজিট ভিসা দেয় ভারত।
অর্থসূচক/কেএসআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.