কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে আরও নয়জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে আটজনের করোনা পজিটিভ এবং একজনের করোনার উপসর্গ ছিল।
রোববার (০৯ আগস্ট) সকাল ৮টা থেকে আজ সোমবার (১০ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন জানান, বর্তমানে হাসপাতালে ১৫৮ জন করোনায় আক্রান্ত রোগী এবং ৪১ জন উপসর্গ নিয়ে মোট ১৯৯ জন ভর্তি রয়েছেন।
পিসিআর ল্যাব এবং জেলা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৭২ জনের নমুনা পরীক্ষা করে ১৬৬ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক শূন্য দুই শতাংশ।
অর্থসূচক/কেএসআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.