রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আরও ২১ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচজন করোনা পজিটিভ হয়ে মারা গেছেন। বাকি ১৪ জনের করোনা উপসর্গ ছিল। এছাড়া দুইজন করোনা নেগেটিভ হওয়ার পর মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ১০ জন, পাবনার চারজন, নওগাঁর চারজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন ও নাটোরের একজন রয়েছেন।

আজ মঙ্গলবার (১০ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৩ জন। এ নিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি আছেন ৩৮০ জন।

এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৪৬টি নমুনা পরীক্ষায় ৮৮ জনের করোনা পজিটিভ আসে। এক্ষেত্রে জেলায় শনাক্ত হার ২৩ দশমিক ১০ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ৮৬টি নমুনায় ১০ জনের পজিটিভ এসেছে। শনাক্ত হার ১১ দশমিক ৬৩ শতাংশ।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.