সাকিবকে নিয়ে ভাইরাল খবরটি গুজব

সাকিব আল হাসানকে নিয়ে রোববার সন্ধ্যার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খবর বেশ ভাইরাল হয়েছে। পরে সেটি নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশও হয়।

এতে বলা হয়, সাকিব নাকি অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচ না খেলেই মার্কিন যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানদের কাছে ফিরে যাবেন! পরে জানা গেল, এ খবর ভিত্তিহীন। পুরোটাই গুজব।

বরং এটা শোনা যাচ্ছে— সৌম্যর ধারাবাহিক ব্যর্থতার কারণে পঞ্চম ও শেষ ম্যাচে ওপেনার হিসেবে সাকিবকে দেখা যেতে পারে। টিম ম্যানেজমেন্টের এমন পরিকল্পনার পর তিনি কীভাবে সিরিজ শেষ না করে দল ছেড়ে যাবেন?

খেলা রেখে সাকিবের যুক্তরাষ্ট্র চলে যাওয়ার খবরের বিষয়ে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, একটি সিরিজ চলাকলীন কেউ দল ছেড়ে যেতে পারে নাকি? এসব খবরের ভিত্তি নেই। তবে অস্ট্রেলিয়া সিরিজ শেষে নিউজিল্যান্ড সিরিজের আগে অন্তত দুই সপ্তাহের মতো বিশ্রাম পাচ্ছে বাংলাদেশ দল। এ সময়ের মধ্যে সাকিব চাইলে তার পরিবারের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্র যেতেও পারেন। এটি তার ইচ্ছা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম ম্যাচ খেলেই তবে যাবেন সাকিব— এমনটিই সত্য বলে জানালেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক।

এ বিষয়ে সাকিবের এক ঘনিষ্ঠ সূত্র জানায়, এটা তো আর ঢাকা প্রিমিয়ার লিগ না যে মাঝপথেই সাকিব চলে যাবে। এটা দেশের খেলা। আন্তর্জাতিক খেল। সাকিব যদি যুক্তরাষ্ট্র যান তা অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পরই যাবেন। তার আগে নয়।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.