দোকানপাট-শপিংমল খোলা থাকবে ১০ ঘণ্টা

কঠোর বিধিনিষেধ শেষে ১১ আগস্ট (বুধবার) থেকে স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে খুলছে দোকানপাট ও শপিংমল। আজ রোববার (০৮ আগস্ট) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, শপিংমল, মার্কেট, দোকানপাট সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত স্বাস্থ্যবিধি অনুসরণ করে খোলা রাখা যাবে। এছাড়া সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত অর্ধেক আসন খালি রেখে খোলা রাখা যাবে খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ। সব ধরনের শিল্প-কারখানা চালু থাকবে।

এ সময় সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। এছাড়া সব ক্ষেত্রে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

এর আগে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ১ জুলাই থেকে বিধিনিষেধ শুরু হয়। পরে তা কয়েক দফায় বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.