ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণির বাসায় বিদেশি অনেক ব্র্যান্ডের মদ, ইয়াবার পাশাপাশি ভয়ঙ্কর মাদক এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডায়েথিলামাইড) এবং আইসও (ক্রিস্টাল মেথ) পাওয়া গেছে। এ মাদক উচ্চবিত্ত ঘরের সন্তানদের সেবনের প্রবণতা বেশি।
রাজধানীর বনানীতে পরীমণির বাসায় র্যাবের অভিযানে এসব মাদক জব্দের কথা গণমাধ্যমকে নিশ্চিত করেন র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম।
তিনি বলেন, পরীমণির বাসা থেকে বিদেশি মদের পাশাপাশি আইস ও এলএসডি উদ্ধার করা হয়েছে।
এর আগে ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের’ ভিত্তিতে আজ বুধবার (০৪ আগস্ট) বিকেলে ওই বাসায় অভিযানে যায় র্যাব। পরে সন্ধ্যায় পরীমণিকে আটক করা হয়। যেসব অভিযোগ রয়েছে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে পরীমণিকে র্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে।
অর্থসূচক/কেএসআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.