টস ভাগ্য এবারও পক্ষে আসলো না টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নামছে রিয়াদ-সাকিবরা।
এদিকে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড। দুই দলই এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে। বাংলাদেশের একাদশে আছেন দুই পেসার ও দুই বিশেষজ্ঞ স্পিনার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ২৩ রানের জয় পেয়েছে বাংলাদেশ। আজ সন্ধ্যা ৬টায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অজিদের মোকাবেলা করবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.