মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন ভবনের কাছে গোলাগুলিতে একজন পুলিশ অফিসার নিহত হয়েছেন। চলতি বছর আমেরিকায় গোলাগুলির ঘটনায় ১৮৫ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন যার মধ্যে ৩৫ জন মারা গেছেন।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এদিকে গোলাগুলির পর পেন্টাগন ভবন বন্ধ করে দেয়া হয়। পেন্টাগন কমপ্লেক্সের কাছে বাস প্লাটফর্মে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে।
পেন্টাগন ফোর্স প্রটেকশন এজেন্সি জানিয়েছে, পেন্টাগন ভবন থেকে এরইমধ্যে লকডাউন তুলে নেয়া হয়েছে এবং তা পুনরায় খুলে দেয়া হয়েছে। করিডর ২ এবং মেট্রো প্রবেশপথ এখনো বন্ধ রয়েছে। তবে পথচারীদের চলাচলের জন্য করিডর ৩ খুলে দেয়া হয়েছে। প্রতিদিন চলাচলের জন্য পেন্টাগনের হাজার হাজার লোক মেট্রো বাস প্লাটপর্ম ব্যবহার করে থাকে।
পেন্টাগন মেট্রো এলাকায় গোলাগুলির ঘটনা সম্পর্কে আর্লিংটন ফায়ার অ্যান্ড ইএমএস এক টুইটার বার্তায় জানিয়েছে, গোলাগুলিতে আহত কয়েকজনকে তারা চিকিৎসা দিয়েছে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.