সিলেটে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যুর রেকর্ড

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরো ২০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৭১৫ জন। এর মধ্যে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে সাতজনসহ সিলেট জেলারই মারা গেছেন ১৬ জন। এছাড়া সুনামগঞ্জে তিন ও হবিগঞ্জে একজন মারা গেছেন।

বুধবার (৪ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। ভাইরাসটিতে সিলেটে এর আগে একদিনে এত মানুষের মৃত্যু হয়নি। সর্বশেষ গত ২৮ ও ৩০ জুলাই ১৭ জন করে মারা যান। সবমিলিয়ে, সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪৮ জনে। এর মধ্যে সিলেট জেলায় ৫৯৯, সুনামগঞ্জে ৫৫, মৌলভীবাজারে ৬১ ও হবিগঞ্জের ৩৫ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় এক হাজার ৯১০টি নমুনা পরীক্ষায় ৭১৫ জনের শরীরে করোনা ধরা পড়েছে। শনাক্তের হার ৩৭.৪৩ শতাংশ। এ নিয়ে বিভাগটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৭৩০ জনে। সর্বোচ্চ ২৬ হাজার ৬৭৫ জন আক্রান্ত হয়েছেন সিলেট জেলায়। সুনামগঞ্জে পাঁচ হাজার দুই, মৌলভীবাজারে পাঁচ হাজার ৯৩৯ ও হবিগঞ্জে পাঁচ হাজার ১১৪ জন আক্রান্ত হয়েছেন।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ৩০৩ জন। তাদের নিয়ে বিভাগে মোট সুস্থের সংখ্যা ৩১ হাজার ৯৭৩ জন। বর্তমানে সিলেটজুড়ে ৪৬৭ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.