টাইগার একাদশে নেই তাসকিন-সাইফউদ্দিন

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি শুরু হচ্ছে সন্ধ্যা ৬টায়। মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে ইতোমধ্যে টস অনুষ্ঠিত হয়েছে।

টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড। ফলে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের একাদশে জায়গা হয়নি তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিনের।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি সিরিজ। এর আগে টি-টোয়েন্টিতে চারবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে টাইগাররা। সবগুলো ম্যাচই ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের। কোনো ম্যাচেই জয় পায়নি বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, শেখ মেহেদী, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

অস্ট্রেলিয়া একাদশ: জস ফিলিপে, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, মইসেস হেনকিক্স, ম্যাথু ওয়েড (অধিনায়ক/ উইকেটরক্ষক), অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, অ্যাশটন আগার, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.