ম্যারিকোর অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড অন্তর্র্বী লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) আয়ের ভিত্তিতে শেয়ারহোল্ডারদেরকে ২০০ শতাংশ নগদ অন্তর্বর্তী লভ্যাংশ দেবে।

আজ সোমবার (২৬ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (Earning Per Share-EPS) করেছে ৩৪ টাকা ২৯ পয়সা। এর ৫৮ শতাংশ লভ্যাংশ হিসেবে বিতরণ করে দিচ্ছে কোম্পানিটি।

অন্তর্বর্তী লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট।

অর্থসূচক

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.