বোনাস লভ্যাংশ পরবর্তী মূল্য সমন্বয়ে দর বেড়েছে পাইওনিয়র ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারে। সোমবার শেয়ারটির দর আগের দিনের চেয়ে ১.৪৭ শতাংশ বেড়েছে।
পাইওনিয়র ইন্স্যুরেন্স সাধারণ হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ছিল সবচেয়ে বেশি দর হারানো কোম্পানি। ডিএসইতে এদিন শেয়ারটির দর ১২ টাকা ১০ পয়সা বা ৭.৭২ শতাংশ কমেছে। তবে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ পরবর্তী মূল্য সমন্বয় হিসাব করলে কোম্পানির শেয়ার দরের উল্টো চিত্র পাওয়া যায়।
সর্বশেষ হিসাব বছরের জন্য কোম্পানিটি ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ বোনাস। আজ ছিল কোম্পানির রেকর্ড তারিখ পরবর্তী লেনদেন। রেকর্ড তারিখের আগে এই শেয়ারের ক্লোজিং মূল্য ছিল ১৫৬ টাকা ৭০ পয়সা। ১০ শতাংশ বোনাস লভ্যাংশের কারণে সমন্বয় পরবর্তী মূল্য দাঁড়ায় ১৪২ টাকা ৫০ পয়সা। এর বিপরীতে সোমবার ডিএসইতে শেয়ারটির ক্লোজিং মূল্য ছিল ১৪৪ টাকা ৬০ পয়সা। এ হিসেবে শেয়ারটির দর ২ দশমিক ১০ পয়সা বা ১.৪৭ শতাংশ বেড়েছে।
অর্থসূচক/এসএ/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.