অমিত শাহর ছেলেকে নিয়ে প্রতিবেদনের পর পেগাসাসের তালিকায় সাংবাদিক
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলের ব্যবসা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করা এক সাংবাদিকের ফোনেও আড়ি পাতা হয়েছিল। ইসরায়েলের প্রতিষ্ঠান এনএসও গ্রুপের তৈরি করা সফটওয়্যার ‘পেগাসাস’ ব্যবহার করেই তার ফোনে আড়ি পাতা হয়েছিল।
দ্য ওয়্যারের এক প্রতিবেদনে বলা হয়েছে, অমিত শাহর ছেলের ব্যবসা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করা এক সাংবাদিকসহ ভারতের ৪০ জনের বেশি সাংবাদিকের ফোনে আড়ি পাতা হয়েছিল।
ইসরায়েলি একটি স্পাইওয়্যার ব্যবহার করে বিশ্বের দেশে দেশে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মার্টফোনে আড়িপাতার ঘটনা ফাঁস হয়েছে। ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপের তৈরি করা সফটওয়্যার ‘পেগাসাস’ ব্যবহার করে এই আড়িপাতার ঘটনা ঘটেছে। সাংবাদিক, মানবাধিকারকর্মী, আইনজীবী, এমনকি কোনো দেশের ক্ষমতাসীন পরিবারের সদস্যদের ওপরও আড়িপাতা হয়েছে।
৫০ হাজারের বেশি ফোন নম্বরের যে তালিকা ফাঁস হয়েছে, তাতে ভারতীয়রাও রয়েছেন। ধারণা করা হচ্ছে, এনএসওর গ্রাহকেরা এসব নম্বরে আড়ি পেতেছেন। আড়িপাতার চেষ্টা করেছেন বা তা আড়িপাতার নিশানায় ছিল।
দ্য ওয়্যারের প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত করা ফরেনসিক বিশ্লেষণে দেখা গেছে, তালিকায় থাকা সাংবাদিকদের মধ্যে কয়েকজনের ক্ষেত্রে তাদের ফোনে পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে সফলভাবে নজরদারি চালানো হয়েছে।
দ্য ওয়্যার জানায়, ফাঁস হওয়া ফোন নম্বরের তালিকায় তাদের দুজন প্রতিষ্ঠাতা সম্পাদক রয়েছেন। এ ছাড়া আছেন একজন কূটনীতিক সম্পাদক ও দুজন নিয়মিত প্রদায়ক। তাদের মধ্যে আছেন রোহিনী সিং।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ ও ব্যবসায়ী নিখিল মার্চেন্টের ব্যবসা নিয়ে একের পর এক অনুসন্ধানী প্রতিবেদন করেছিলেন রোহিনী সিং। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নিখিল। এ ছাড়া কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েলের সন্দেহজনক লেনদেন নিয়েও অনুসন্ধান করেছিলেন রোহিনী সিং।
দ্য ওয়্যার বলছে, এ ঘটনার পরই রোহিনী সিংকে আড়িপাতার জন্য নিশানা করা হয়।
এ নিয়ে রোহিনী সিং টুইট করেছেন। তিনি বলেছেন, জয় শাহ ও নিখিল মার্চেন্টকে নিয়ে প্রতিবেদন করার পর এবং পীযুষ গোয়েলের সন্দেহজনক লেনদেন নিয়ে অনুসন্ধানকালে পেগাসাস দিয়ে তাকে নিশানা করা হয়েছে।
রোহিনী সিং বলেছেন, তার কথায় আড়িপাতা থেকে নিবৃত্ত থাকতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান। বরং তার প্রতিবেদনগুলো সরকারকে পড়তে বলেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেসের সাবেক সাংবাদিক সুশান্ত সিংয়ের ফোন নম্বরও তালিকায় আছে। ২০১৮ সালের মাঝামাঝি তার ফোন নম্বর তালিকায় যুক্ত হয়। এ সময় তিনি বিতর্কিত রাফাল যুদ্ধবিমান কেনাবেচা নিয়ে তদন্ত করেছিলেন।
এদিকে ইসরায়েলি স্পাইওয়্যার ব্যবহার করে আড়িপাতার বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের ভূমিকা সম্পর্কে অমিত শাহর ব্যাখ্যা দাবি করেছেন বিজেপির রাজ্যসভার সদস্য সুব্রামানিয়ান স্বামী। তিনি বলেছেন, এ ঘটনার সঙ্গে যদি কেন্দ্রীয় সরকারের কোনো যোগসূত্র থাকে, তাহলে অমিত শাহকে অবশ্যই তার ব্যাখ্যা দেওয়া উচিত।
পেগাসাস হলো একটি ম্যালওয়্যার (বিশেষ ধরনের ভাইরাস)। এর মাধ্যমে আইফোন ও অ্যানড্রয়েড ফোনের সব মেসেজ, ছবি, ই-মেইল, কল রেকর্ড বের করা যায়। এ ম্যালওয়্যার ফোন ব্যবহারকারীর অজ্ঞাতেই মাইক্রোফোন চালু করে দেয়। ইসরায়েলি কোম্পানি এনএসও এক বিবৃতিতে দাবি করেছে, তালিকায় যে ৫০ হাজার ফোন নম্বরের কথা বলা হচ্ছে, সেটা ‘অতিরঞ্জিত’।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানসহ ১৭টি সংবাদপত্র অনুসন্ধানে বিশ্বজুড়ে মানবাধিকারকর্মী, সাংবাদিক, আইনজীবী, রাজনীতিকদের ফোনে আড়িপাতার এক ঘটনা ফাঁস হয়েছে। ইসরায়েলে তৈরি হ্যাকিং সফটঅয়্যার পেগাসাস ব্যবহার করে কর্তৃত্ববাদী সরকারগুলো এই নজরদারি চালাচ্ছিল বলে অভিযোগ উঠেছে।
ফাঁস হওয়া একটি ডেটাবেইসে এই ফোন নম্বরগুলো প্রথমে পায় প্যারিসভিত্তিক সংস্থা ফরবিডেন স্টোরিজ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, পরে তারা গার্ডিয়ান, দ্য ওয়্যারসহ ১৭টি সংবাদ মাধ্যমকে তা জানায়। তারা সবাই মিলে এই অনুসন্ধানের নাম দিয়েছে ‘পেগাসাস প্রজেক্ট’।
অর্থসূচক/কেএসআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.