এবার কঠোর লকডাউনে বন্ধ থাকছে শিল্পকারখানাও

ঈদুল আজহা, কোরবানির পশুর হাট ও ঈদকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক রাখার স্বার্থে আট দিনের জন্য কঠোর লকডাউন শিথিল করা হয়েছে। ঈদের পর ২৩ জুলাই থেকে ফের শুরু হচ্ছে কঠোর লকডাউন। এবারের লকডাউনে শিল্পকারখানাও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঈদ পরবর্তী লকডাউনের সময়টায় শিল্পকারখানাও বন্ধ থাকছে। সরকারি-বেসরকারি অফিস, গার্মেন্ট, মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনষেধ কার্যকর থাকবে।

এর আগে করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় গত ১ জুলাই সকাল ৬টা থেকে শুরু হয় সাত দিনের কঠোর লকডাউন। এই বিধিনিষেধ ছিল ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। পরে বিধিনিষেধের মেয়াদ আরও ৭ দিন অর্থাৎ ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়।

তবে ঈদুল আজহার কারণে ১৪ জুলাই থেকে ২৩ জুলাই সকাল ৬টা পযর্ন্ত আটদিন লকডাউন শিথিল থাকছে।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.