২৪ ঘণ্টায় ১৮৫ জনের মৃত্যু, শনাক্ত ৮৭৭২

করোনা মহামারির তাণ্ডবে টালমাটাল বিশ্ব। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। এর মধ্যে এপ্রিল মাসে দেশে হঠাৎ করেই করোনা রোগী শনাক্ত ও মৃত্যুতে ব্যাপক উল্লম্ফন হয়। মাঝে কিছুদিন শনাক্ত ও মৃত্যু কমলেও আবারও ভয়াবহ আকার ধারণ করেছে করোনা। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ও মৃত্যু কিছুটা বেড়েছে

গত ২৪ ঘণ্টায় দেশে ৮ হাজার ৭৭২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এরআগে গত (০৮ জুলাই) দেশে করোনা শনাক্ত হয় ১১ হাজার ৬৫১ জনের, যা একদিনে এ যাবতকালের শনাক্তের রেকর্ড।

আগের সাত দিনে দেশে যথাক্রমে ১১৩২৪, ১১৬৫১, ১১১২৬, ১১৫২৫, ৯৯৬৪, ৮৬৬১, ৬২১৪ ও ৮৪৮৩ জন রোগী শনাক্ত হয়।

সর্বশেষ তথ্য অনুসারে দেশে নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৯ হাজার ৩১৫ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশে ২৭ হাজার ৮৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্ত হার ৩১ দশমিক ৪৬ শতাংশ।

এর আগের ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ৩৬ হাজার ৫৮৬টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার করা হয় ৬৯ লাখ ৩১ হাজার ১৫২ জনের। মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫৬ শতাংশ।

আজ শনিবার (১০ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


একনজরে দেশের করোনার চিত্র

নতুন করে শনাক্ত হয়েছেন: ৮৭৭২ জন

মোট আক্রান্তের সংখ্যা: ১০০৯৩১৫ জন

২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে: ১৮৫ জনের

মোট মৃত্যু হয়েছে: ১৬১৮৯ জনের

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন: ৫৭৫৫ জন

মোট সুস্থ হয়েছেন: ৮৬৮১৩৯ জন


গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৮৫ জন মারা গেছেন। এর আগে গত ৯ জুলাই ২১২ জন মারা যায়। যা এযাবৎ কালের সর্বোচ্চ মৃত্যু।

গত সাত দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন যথাক্রমে ২১২, ১৯৯, ২০১, ১৬৩, ১৬৪, ১৫৩, ১৩৪ ও ১৪৩ জন।

সর্বশেষ তথ্য অনুসারে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ১৮৯ জনে। মোট শনাক্তকৃত রোগীর বিপরীতে মৃত্যুর হার এক দশমিক ৬০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫ হাজার ৭৫৫ জন সুস্থ হয়েছেন বলে জানানো হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৬৮ হাজার ১৩৯ জন। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক শুন্য ১ শতাংশ।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.