তামাবিল সীমান্ত থেকে শিশুসহ ৩ নাইজেরিয়ান আটক

সিলেটের গোয়াইনঘাট উপজেলা থেকে এক শিশুসহ নাইজেরিয়ার তিন নাগরিককে আটক করেছেন গোয়েন্দা সংস্থার সদস্যরা। পরবর্তীতে তাদের গোয়াইনঘাট থানায় সোপর্দ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৮ জুলাই) সকালে গোয়েন্দা সংস্থার একটি দল তামাবিল স্থলবন্দর এলাকায় বাংলাদেশ সীমান্তের ভেতর থেকে তাদের আটক করে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব গণমাধ্যমকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে একটি গোয়েন্দা সংস্থার একটি দল আজ সকালে তামাবিল স্থলবন্দর এলাকায় বাংলাদেশ সীমান্তের ভেতর থেকে তাদের আটক করে। গোয়েন্দা সংস্থা দুপুর ১২টার দিকে তাদের গোয়াইনঘাট থানায় সোপর্দ করেছে।

আটকরা হলেন— ইমনানুল ননমেদি ওয়াগাওয়াম (৪২), পাউল ইবুদি অকিচুকাও (২৭) ও ফেবুর অসিনাচি ওয়াগাওয়াম নামে এক শিশু। তাদের কাছে পাওয়া পাসপোর্ট থেকে আমরা নিশ্চিত হয়েছি তিন জনই নাইজেরিয়ার নাগরিক।

তবে কীভাবে তারা বাংলাদেশে এসেছেন তা এখনো জানা যায়নি। ভাষাগত কারণে তাদের সঙ্গে কথা বলতে সমস্যা হচ্ছে। ইতোমধ্যে ইমিগ্রেশন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিয়য়টি অবহিত করা হয়েছে, যোগ করেন ওসি পরিমল চন্দ্র দেব।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.