২৯ আরোহী নিয়ে রাশিয়ায় বিমান নিখোঁজ

রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে ২৯ জন আরোহীসহ একটি বিমান নিখোঁজ হয়েছে। বিমানটি এন-২৬ মডেলের। ওড়ার কিছুক্ষণ পর বিমানটির সঙ্গে কন্ট্রোলরুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

রাশিয়া জানিয়েছে, অনুসন্ধান এবং উদ্ধারকারী টিম বিমানটি খোঁজার কাজ শুরু করেছে। বিমানটিতে ২৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু ছিলেন।

পেট্রোপাভলভস্ক থেকে কামচাটকা যাওয়ার পথে বিমানটি নিখোঁজ হয়। কন্ট্রোর টাওয়ারের সঙ্গে বিমানটির সর্বশেষ যোগাযোগের সময় সেটি পেনিনসুলার পালানা গ্রামের উপর দিয়ে উড্ডয়ন করছিল।

বিমানটি নিখোঁজের সময় কামচাটকা উপদ্বীপের উত্তরাঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন ছিল বলে স্থানীয় আবহওয়া কেন্দ্রের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।

রুশ সংবাদমাধ্যম আরটি নিউজ জানিয়েছে, নিরাপত্তাগত কোনো ত্রুটির কারণে বিমানটি নিখোঁজ হয়েছে কি না, সেটা তদন্ত করে দেখছেন রুশ কর্মকর্তারা। এছাড়া কামচাটকা উপত্যকার পালানা নামক স্থানের পাশে বিমানের খোঁজ মিলতে পারে ধারণা করে সেখানে তল্লাশি চালাতে দু’টি হেলিকপ্টার পাঠানো হয়েছে।

সূত্র: রয়টার্স।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.