সাউথইস্ট ব্যাংক মিউচ্যূয়াল ফান্ড বে-মেয়াদী ফান্ডে রূপান্তর হচ্ছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড মেয়াদী থেকে বে-মেয়াদী ফান্ডে রূপান্তর হচ্ছে। গত ৩০ জুন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ফান্ডটির রূপান্তরের বিষয়টি অনুমোদন দিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ১০ বছর মেয়াদী ফান্ডটির মেয়াদ শেষ হয়েছে। গত ২৫ মে ফান্ডটির ইউনিটহোল্ডাররা বে-মেয়াদী ফান্ডে রূপান্তরের বিষয়টি অনুমোদন দিয়েছে। ইউনিটহোল্ডাররা ৯৯ শতাংশ ভোটের মাধ্যমে প্রস্তাবটি সমর্থন করেছে।

এই পরিপ্রেক্ষিতে বিএসইসি গত বুধবারের কমিশন সভায় ফান্ডটির রূপান্তরের বিষয়টি অনুমোদন দিয়েছে।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.