রেকর্ড তাপমাত্রায় এবার কানাডায় ছড়িয়ে পড়ছে দাবানল

তীব্র দাবানলে কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলোম্বিয়ার লিটন নামের একটি গ্রামের ৯০ শতাংশ পুড়ে গেছে। এই গ্রামেই সম্প্রতি দেশটির মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। স্থানীয় সংসদ সদস্য ব্র্যাড ভিসের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি আজ শুক্রবার (০২ জুলাই) এ তথ্য জানিয়েছে।

ব্র্যাড ভিস জানান, আগুনের কারণে ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের লাইটন এবং এর আশপাশের গুরুত্বপূর্ণ অবকাঠামোতেও ব্যাপক ক্ষতি হয়েছে।

লাইটনের মেয়র জেন পোল্ডারম্যান জানান, তিনি ‘ভাগ্যবান, নিজের জীবন নিয়ে বের হয়ে যেতে পেরেছেন। তিনি আরও বলেন, লাইটনে ছেড়ে আসার মতো তেমন কিছুই থাকল না। সর্বত্র আগুন।

পোল্ডারম্যান এর আগে লোকদের সরিয়ে নিতে নির্দেশ দেন। জানান, আগুন মাত্র ১৫ মিনিটেই গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ছিল।

গ্রামটিতে এই সপ্তাহে দেশটির সর্বোচ্চ তাপমাত্রা ৪৯.৬ সেলসিয়াস (১২১.৩ ফারেনহাইট) রেকর্ড করা হয়।

উত্তর আমেরিকার বিভিন্ন অঞ্চলে অস্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র তাপদাহে কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলম্বিয়ায় পাঁচদিনে ৪৮৬ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দেশটির ওই প্রদেশে তাপমাত্রা ক্রমেই বাড়ছে। এ কারণে বয়স্ক মানুষদের নিয়ে উদ্বেগ বাড়ছে।

সূত্র: বিবিসি, গার্ডিয়ান ও আল জাজিরা।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.