ফারইস্ট লাইফের অনিয়ম তদন্তে বিএসইসির কমিটি গঠন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উঠা গ্রাহকদের দাবি পরিশোধ না করাসহ নানা আর্থিক অনিয়ম খতিয়ে দেখবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে কমিশন ২ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

তদন্ত কমিটির সদস্যরা হচ্ছেন- সহকারী পরিচালক মো. শাহনেওয়াজ ও মো. সিরাজুল ইসলাম।

গত ২৮ জুন কমিশন তদন্ত কমিটি গঠন সংক্রান্ত আদেশ জারি করে। আদেশে কমিটিকে পরবর্তী ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।

ফারইস্ট লাইফের একজন উদ্যোক্তা পরিচালকসহ আরো বেশ কয়েকজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএসইসি তদন্তের এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।।

এর আগে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে অনিয়মের অভিযোগ উঠে। এর প্রেক্ষিতে গত বছরের ১৯ সেপ্টেম্বর বিএসইসি কোম্পানিটির কয়েক বছরের আর্থিক প্রতিবেদনের উপর বিশেষ নীরিক্ষার সিদ্ধান্ত নেয়।

নানা অনিয়ম-দুর্নীতির কারণে ফারইস্ট লাইফের আর্থিক স্বাস্থ্য দিন দিন খারাপ হচ্ছে বলে জানা গেছে। ক্রমাগত প্রতিষ্ঠানটির প্রিমিয়াম কমছে। লাইফ ফান্ডের অবস্থাও ভাল নয়। ফলে কোম্পানিটি তার গ্রাহকদের বীমা দাবি পরিশোধ করতে পারছে না। কয়েক জন পরিচালকের অনিয়ম-দুর্নীতির কারণে কোম্পানিটির অবস্থা এতটা নাজুক হয়ে পড়েছে বলে অভিযোগ আছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.