নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের উর্ধগতি ঠেকাতে গত সোমবার থেকে সারাদেশে লকডাউন শুরু হয়েছে। আগামীকাল বুধবার পর্যন্ত এই লকডাউন সীমিত পরিসরে থাকবে। আর আগামী ১ জুলাই, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সারাদেশে শুরু হবে ৭ দিনের জন্য সর্বাত্মক লকডাউন।
সরকার অবশ্য একে লকডাউন না বলে কঠোর বিধিনিষেধ হিসেবে আখ্যায়িত করছে। কঠোর বিধিনিষেধ চলাকালে জরুরি পরিষেবা প্রদানকারী কর্মরতগণ ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরু্দ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজ মঙ্গলবার (২৯ জুন) রাতে এক সরকারী তথ্য বিবরণীতে এই তথ্য জানা হয়েছে।
তথ্য বিবরণীতে বলা হয়েছে, আগামীকাল (বুধবার) বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিস্তারিত তথ্য সংবলিত প্রজ্ঞাপন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।
মাস্ক পরিধানসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.