ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের প্ররোচনায় নিজের ও পরিবারের অন্য সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ (স্থগিত) করা হয়েছে বলে অভিযোগ করেছেন ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন।
তিনি বলেন, নিজের সীমাহীন ব্যর্থতা ঢাকতে সীমাহীন বিদ্বেষ ও হয়রানিমূলক আচরণ করছেন তাপস। দুদকের এই কর্মকাণ্ড তাপসের প্ররোচনায় সংঘটিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ জুন) বেলা ১২টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। নিজের ও পরিবারের সদস্যদের আটটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় আইনি মোকাবিলার পাশাপাশি প্রয়োজনে ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে আন্দোলন করা হবে বলে জানান সাঈদ খোকন। একই সঙ্গে দুদক তদন্ত করলে তার এবং তার পরিবারের কোনো আপত্তি নেই বলেও জানিয়েছেন তিনি।
তাপসকে উদ্দেশ করে সাঈদ খোকন বলেন, কতটুকু ভোটে নির্বাচিত হয়েছেন এই শহরের মানুষ জানে। ঢাকার মরা লাশের ওপর পর্যন্ত ট্যাক্স বসিয়ে দিয়েছেন।
সংবাদ সম্মেলনটি মেয়র তাপস, আদালত নাকি দুদকের বিরুদ্ধে এমন প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন এটি শুধুমাত্র সাংবাদিকদের উদ্দেশে তার প্রতিক্রিয়া।
সাঈদ খোকন বলেন, ব্যাংক অ্যাকাউন্ট আমার ও আমার পরিবারের মৌলিক অধিকার। অথচ অন্যায়ভাবে আমার ও আমার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ (স্থগিত) করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান মেয়র তাপসের প্ররোচনায় এটা করা হয়েছে।
তিনি বলেন, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার ফলে আমাদের ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করতে পারছি না, কর্মচারীদের বেতন দিতে পারছি না। সমস্ত কাজকর্ম স্থবির হয়ে পড়েছে। তিনি অবিলম্বে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার দাবি জানিয়েছেন সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছে।
ডিএসসিসির সাবেক মেয়র বলেন, এই শহরের জন্য দীর্ঘদিন আমি ও আমার পরিবার ভূমিকা রেখেছে। আমার পরিবারের একজন সদস্য ঢাকার পঞ্চায়েত সরদার ছিলেন। আমার বাবা ঢাকার প্রথম নির্বাচিত মেয়র। তার স্ত্রী অর্থাৎ আমার বৃদ্ধ মায়ের অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে। আমার ছোট বোনের অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। এভাবে তারা লাঞ্ছিত হবেন- এটা ঢাকাবাসী মেনে নেবে না।
তিনি বলেন, আমি যদি ইচ্ছা করতাম এই শহরের একজন বড় ধনী হতে পারতাম। আমার বাবা ইচ্ছা করলে তিনিও তা হতে পারতেন। কিন্তু আমরা তা করিনি। তিনি ঢাকাবাসীর কাছে প্রশ্ন রাখেন, আওয়ামী লীগের জন্য, আমার নেত্রীর জন্য দীর্ঘ সময় ধরে আন্দোলন-সংগ্রাম করেছি, জেল-জুলুম, অত্যাচার সহ্য করেছি কি আজ এই অবস্থা দেখার জন্য?
গতকাল সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের তিনটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবসহ তার মা ফাতেমা হানিফ, স্ত্রী ফারহানা আলম ও বোন শাহানা হানিফের আটটি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।
দুর্নীতির অনুসন্ধানের অংশ হিসেবে সাঈদ খোকনের তিনটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবসহ তার পরিবারের অন্য সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করার আবেদন করে দুদক। শুনানি নিয়ে আদালত ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন। জব্দ হওয়া আট ব্যাংক হিসাবের মধ্যে সাঈদ খোকনের ব্যবসাপ্রতিষ্ঠানের তিনটি হিসাব, তার মায়ের একটি, বোনের দুটি ও স্ত্রীর দুটি রয়েছে।
অর্থসূচক/কেএসআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.