ব্লক মার্কেটে ২২০ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার ব্লক মার্কেটে মোট ৬১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩ কোটি ৬৭ লাখ ৫২ হাজার ২৮৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২২০ কোটি ৪৪ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রেনেটা লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৪৪ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ইস্টার্ন ব্যাংক (ইবিএল) ৪৩ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

বিএটিবিসি ১৩ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা নেটওয়ার্কস, এসিআই, অগ্রণী ইন্স্যুরেন্স, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আলিফ ইন্ডাস্ট্রিজ, আনোয়ার গ্যালভানাইজিং, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, বিডি ফিন্যান্স, বীকন ফার্মা, বেক্সিমকো, বসুন্ধরা পেপার মিল, ব্রাক ব্যাংক, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ঢাকা ডাইং, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ডাচ-বাংলা ব্যাংক, ফরচুন সুজ, ফু-ওয়াং ফুড, জেনেক্স ইনফোসিস, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, কেয়া কসমেটিকস, কাট্টালি টেক্সটাইল, লংকাবাংলা ফিন্যান্স, লুব-রেফ বিডি, ম্যাকসন্স স্পিনিং, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, মেঘনা পেট্রোলিয়াম, ন্যাশনাল ফিড মিল, ন্যাশনাল হাউজিং, নর্দার্ণ ইন্স্যুরেন্স, এনআরবিসি ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ফার্মা, ফনিক্স ফিন্যান্স, পাইওনিয়র ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, রহিম টেক্সটাইল, রিপাবলিক ইন্স্যুরেন্স, রবি,রূপালী ইন্স্যুরেন্স, এসকে ট্রিমস, সোনালী পেপার, সোনারবাংলা ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা, এসএস স্টিল, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, উত্তরা ব্যাংক ও ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.