বগুড়ায় একদিনে সর্বোচ্চ ৮ জনের মৃত্যু

বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর হার বেড়ে যাওয়ায় গত ৯ দিনে ৩৬ জন মারা গেছেন।

বৃহস্পতিবার (২৪ জুন) সকালে এ তথ্য জানান বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৫৪ জনের নমুনা পরীক্ষা করে নতুন ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন ২৫ জন। নতুন আক্রান্ত ৯৮ জনের মধ্যে সদরের ৬০জন, আদমদীঘিতে ৭ জন, গাবতলীতে ৮ জন, সারিয়াকান্দিতে ২ জন, দুপচাঁচিয়ায় ৩মজন, কাহালুতে ২ জন, নন্দীগ্রামে ৫ জন, শেরপুরে ২ জন এবং ধুনটের একজন আক্রান্ত হয়েছেন।

এদিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৪৭টি নমুনায় ৬৫ জনের, জিন এক্সপার্ট মেশিনে ১৪ নমুনায় ৫ জনের এবং এন্টিজেন পরীক্ষায় ৬৩ নমুনায় ৯ জনের করোনা পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩০ নমুনায় ১৯ জন করোনা শনাক্ত হয়েছে।

এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১৩ হাজার ১৫২ জন এবং সুস্থ হয়েছেন ১২ হাজার ২৯৮ জন। এছাড়া নতুন করে ৮ জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ৩৬৫ জন। বর্তমানে করোনায় চিকিৎসাধীন আছেন ৪৯১ জন।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.