মার্কেন্টাইল ব্যাংকের ভার্চুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকে সম্প্রতি ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘এমবিএল রেইনবো’ নিয়ে ভার্চুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত প্রশিক্ষণে ব্যাংকের ১৫০টি শাখার ১৮৩ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

গত ০২ জুন মার্কেন্টাইল ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ‘এমবিএল রেইনবো’ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

গ্রাহকদের নির্বিঘ্ন ডিজিটাল ব্যাংকিং সেবা দিতে ‘এমবিএল রেইনবো’র বৈশিষ্ট্যগুলো, রেজিস্ট্রেশন পদ্ধতি ও লেনদেন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় প্রশিক্ষণে।

ডিজিটাল ব্যাংকিং অ্যান্ড ইনোভেশন ডিপার্টমেন্টের প্রধান নূর মোহাম্মদ শাফি কামাল, এফভিপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সেশন পরিচালনা করেন।

প্রশিক্ষণটি সঞ্চালনা করেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.