সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৯.৬১%

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সাথে কমেছে লেনদেনও। আলোচ্য সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে ১৯.৬১ শতাংশ। সপ্তাহ শেষে ডিএসইতে বাজার মূলধনেওে নেতিবাচক প্রভাব পড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ৯ হাজার ৭৯৮ কোটি ৬৭ লাখ ৯৮ হাজার  টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১২ হাজার ১৮৮ কোটি ২৩ লাখ ৯৯ হাজার  টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ২ হাজার ৩৮৯ কোটি ৫৬ লাখ ১ হাজার টাকার বা ১৯.৬১ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১৩ দশমিক ৮৯ পয়েন্ট বা  দশমিক ২৩ শতাংশ কমেছে।

আলোচিত সপ্তাহে বাজারমূলধনে শীর্ষ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৮ দশমিক ০৪ পয়েন্ট বা দশমিক ৩৬ শতাংশ কমে  ২ হাজার ১৯৭ দশমিক ০৬ পয়েন্টে নেমেছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক কমেছে ৮.৫৫ পয়েন্ট বা দশমিক ৬৬ শতাংশ।

ডিএসইতে গত সপ্তাহে ৩৭৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৪৮টির, কমেছে ২১০টির। আর ১৭টির দাম ছিল অপরিবর্তিত।

এদিকে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন কমেছে  ১ হাজার ৮০২ কোটি ৯৪ লাখ ৫৩ হাজার টাকা বা  দশমিক ৩৫ শতাংশ। সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৯ হাজার ৯৩৭ কোটি ৭৭ লাখ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৮ হাজার ১৩৪ কোটি ৮২ লাখ ৪৭ হাজার টাকায়।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.