ফ্রান্সে ভ্রমণের ক্ষেত্রে বিধি-নিষেধ শিথিল হচ্ছে আজ বুধবার (০৯ জুন)। এর প্রেক্ষিতে দেশটির গুরুত্বপূর্ণ দু’টি শহর নিস ও লিওনে পুনরায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে এমিরেটস। প্রাথমিকভাবে প্রতি গন্তব্যে সপ্তাহে ৪টি করে ফ্লাইট চলাচল করবে। ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত হবে আধুনিক বোয়িং ৭৭৭-৩০০ ইআর।
সংযুক্ত আরব আমিরাতের যাত্রীদের ক্ষেত্রে ফ্রান্সে কোন কোয়ারেন্টাইন দরকার হবে না। তবে যাত্রীদের ফাইজার/বায়োএনটেক অথবা অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের উভয় ডোজ পাওয়ার পর ২ সপ্তাহ অতিক্রান্ত হতে হবে। এ ছাড়া দুবাই প্রস্থানের ৭২ ঘণ্টার মধ্যে কোভিড-১৯ পিসিআর টেস্টের নেগেটিভ সার্টিফিকেট বহন করতে হবে যাত্রীদের। তবে ৪৮ ঘণ্টার মধ্যে করা র্যাপিড এন্টিজেন টেস্ট ফলাফলও গ্রহণযোগ্য হবে।
এমিরেটস বর্তমানে তাদের দ্বিতল এয়ারবাস এ৩৮০ উড়োজাহাজের সাহায্যে প্যারিসে ১৪টি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করছে।
ক্রমান্বয়ে বিভিন্ন দেশ প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করছে। এর সাথে তাল মিলিয়ে এমিরেটস তাদের ফ্লাইট নেটওয়ার্কও বিস্তার করে চলেছে। বর্তমানে ১৯ দেশের ৩০টি গন্তব্যে এমিরেটস যাত্রীরা কোয়ারেন্টাইন ছাড়া ভ্রমণ সুবিধা পাচ্ছেন।
এমিরেটস বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ১৭টি ফ্লাইট পরিচালনা করছে।
অর্থসূচক/কেএসআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.