নয়াপল্টন জামে মসজিদকে লাশবাহী ফ্রিজিং ভ্যান দিয়েছে এআইবিএল

কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় নয়াপল্টন জামে মসজিদকে লাশবাহী ফ্রিজিং ভ্যান প্রদান করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড (এআইবিএল)।

গত ৩ জুন, বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর. চৌধুরী মসজিদ কমিটির সভাপতি সাইফুর রহমান দুলালের কাছে ফ্রিজিং ভ্যানের চাবি হস্তান্তর করেন।
অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এস. এম. জাফর, শাব্বির আহমেদ, মোঃ শফিকুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী মাহমুদ করিম, ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ, মোঃ ইদ্রিস আলী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদসহ ব্যাংকের ঊর্র্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় মসজিদ কমিটির সহসভাপতি মেসবাহউদ্দিন জঙ্গী ও ইমাম হাফেজ মাওলানা আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.