কালোটাকায় শক্তিশালী হয়েছে পুঁজিবাজার: অর্থমন্ত্রী
কালোটাকায় পুঁজিবাজার শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, এর ফলে পুঁজিবাজারে অর্থের প্রবাহও বৃদ্ধি পেয়েছে।
আজ বৃহস্পতিবার (০৩ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপনের সময় অর্থমন্ত্রী এ কথা বলেন।
আ হ ম মুস্তফা কামাল বলেন, পুঁজিবাজারকে গতিশীল করার লক্ষ্যে এক বছর লক-ইনসহ কতিপয় শর্ত সাপেক্ষে ব্যক্তিশ্রেণির করদাতারা পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের আওতায় ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত ৩১১ জন করদাতা পুঁজিবাজারে অর্থ বিনিয়োগপূর্বক ৪৩ কোটি ৫৪ লাখ ৫২ হাজার ৯৮ টাকা আয়কর পরিশোধ করেছেন। যার ফলে দেশের পুঁজিবাজারে অর্থের প্রবাহ বৃদ্ধি পেয়েছে এবং পুঁজিবাজার শক্তিশালী হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারে বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। ডিএসইর সূচক ৩৯ মাস পর ৬ হাজার পয়েন্ট ছাড়িয়ে গেছে।
অর্থসূচক/কেএসআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.