ঢাকায় সংক্রমণ কমলেও ১১ জেলায় বেড়েছে

রাজধানী ঢাকায় এই মুহূর্তে করোনা সংক্রমণ কিছুটা কমেছে। তবে শনাক্ত হারের বিপরীতে ১১টি জেলায় সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা গেছে।

আজ বুধবার (২ জুন) স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান।

ডা. নাজমুল ইসলাম বলেন, জেলাগুলোতে সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে সতর্কতা অবলম্বনের ক্ষেত্রে শিথিলতা দেখানোর সুযোগ নেই। মে মাস পর্যন্ত ৪১ হাজার ৪০৮ জন নতুন রোগীকে চিহ্নিত করা গেছে। এপ্রিল মাসের সঙ্গে তুলনা করলে এ সংখ্যা কিছুটা কম। কিন্তু সামগ্রিক বিবেচনায় আমরা চাই যে, আরও কমে থাকুক।

তিনি বলেন, ঢাকার কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোর মোট শয্যার সিংহভাগই খালি আছে এই মুহূর্তে।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.