কাদেরের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ জুন ) রাত ১২ টার দিকে দুর্বৃত্তরা এ ককটেল হামলা ও গুলিবর্ষণ করে। তবে এতে কেউ হতাহত হয়নি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি ।

বাড়ির সামনের কোম্পানীগঞ্জ-দাগনভূঞা সড়কের পাশ থেকে দুইটা অবিস্ফোরিত ককটেল, দুইটা চকলেট বাজি ও ১ টি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।

বাড়িতে থাকা ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জার স্ত্রী আক্তার জাহান বকুল বলেন, রাত ১২ টার দিকে পরপর কয়েকটি ফাকা গুলির শব্দ এবং ককটেল বিস্ফোরণের শব্দ শুনতে পাই। এতে আমরা আতঙ্কিত হয়ে পড়ি কিন্তু কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে মেয়র আবদুল কাদের মির্জা বলেন, এটা পরিকল্পিত ঘটনা। আমার ভাই শাহাদাৎকে এবং আমার পরিবারকে হত্যার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.