রাজধানীর দক্ষিণখানে সরদার বাড়ি জামে মসজিদের পেছনে একটি সেপটিক ট্যাংক থেকে আজহারুল (৩৫) নামে এক যুবকের ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২৫ মে) ভোরে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মসজিদটির ইমামকে আটক করা হয়েছে।
নিহতের নাম আজহারুল ইসলাম (৩০)। তিনি একটি পোশাক কারখানায় অপারেটর হিসাবে কাজ করতেন।
পুলিশ জানিয়েছে, আজহারুল পরিবারের সঙ্গে দক্ষিণখান এলাকায় থাকতেন। গত বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। সোমবার গভীর রাতে সরদারবাড়ি জামে মসজিদের সেপটিক ট্যাংকের ভেতর থেকে তার ৬ টুকরা লাশ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে এসআই অনুজ সরকার গণমাধ্যমকে বলেন, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মসজিদের ইমামকে আটক করা হয়েছে। র্যাবের হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অর্থসূচক/কেএসআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.