আগামী বুধবার (০৫ মে) মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি।
আজ সোমবার (০৩ মে) নির্বাচিত বিধায়কদের নিয়ে দলীয় কার্যালয়ে বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এছাড়া নবনির্বাচিত বিধায়করা শপথ নেবেন বৃহস্পতি ও শুক্রবার এ দুই দিনে।
অর্থসূচক/কেএসআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.