পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নারায়ণগঞ্জের মদনপুরে অবস্থিত কারখানায় একটি পুরাতন ভবন ভেঙ্গে সেখান নতুন একটি পাঁচতলা ভবন নির্মাণ করবে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, নতুন ভবনের মোট আয়তন হবে ১ লাখ ৬৯ হাজার ৬০০ বর্গফুট।
আগামী আগস্ট মাসের মাঝামাঝি পুরাতন ভবন ভাঙ্গার কাজ শুরু হবে। আর অক্টোবর মাসের প্রথম ভাগে শুরু হবে নতুন ভবন নির্মাণের পাইলিংয়ের কাজ। নতুন ভবনের নির্মাণ ও সেখানে মেশিনারিজ বসানোর কাজ ২০২৪ সালের আগস্ট মাস নাগাদ শেষ হতে পারে।
এছাড়াও কোম্পানিটি কারখানা প্রাঙ্গনে নতুন রাস্তা নির্মাণ, ড্রেন তৈরি, বর্জ্য পরিশোধনাগার (ইটিপি), কার্গো লিফট, ফায়ার ডিটেকশন অ্যান্ড হাইড্রেন সিস্টেম ইত্যাদির কাজ করবে। সব মিলিয়ে প্রায় ৫১ কোটি টাকা ব্যয় হবে।
অর্থসূচক



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.