বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ইতালি সরকার। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘শেষ ১৪ দিনের ভেতর বাংলাদেশে থেকেছেন অথবা বাংলাদেশ হয়ে আসছেন এমন কোনো ব্যক্তি কোনো সীমান্ত এলাকা দিয়ে যেন প্রবেশ করতে না পারেন, সে জন্য মন্ত্রণালয় একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছে।’
এর আগে গত সপ্তাহে একই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয় ভারত ফেরত যাত্রীদের ক্ষেত্রে।
গত বছর করোনা ভাইরাস সংক্রমণের প্রথম ঢেউ চলার সময়েও বাংলাদেশ থেকে ভ্রমণকারীদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিলো।
সূত্র: রয়টার্স।
অর্থসূচক/কেএসআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.