করোনা মহামারির তাণ্ডবে টালমাটাল বিশ্ব। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। দেশে হঠাৎ শনাক্ত ও মৃত্যুর ব্যাপক উল্লম্ফন হওয়ার পর বিগত কয়েকদিন শনাক্ত কিছুটা কমেছে। তবে করোনায় মৃত্যু এখনো চোখ রাঙাচ্ছে। সবশেষ গত ২৪ ঘণ্টায় দেশে নতুন রোগী শনাক্ত ও মৃত্যু উভয়ই বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশে দুই হাজার ৯২২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। গত ৭ এপ্রিল করোনা রোগী শনাক্ত হয় সাত হাজার ৬২৬ জন। যা একদিনে এ যাবতকালের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।
আগের সাত দিনে দেশে যথাক্রমে ২৬৯৭, ৩৬২৯, ৪০১৪, ৪২৮০, ৪৫৫৯, ৪২৭১ ও ৩৬৯৮ জন রোগী শনাক্ত হয়।
সর্বশেষ তথ্য অনুসারে দেশে নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সাত লাখ ৪৫ হাজার ৩২২ জনে।
গত ২৪ ঘণ্টায় দেশে ২১ হাজার ৯২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর পরীক্ষাকৃত এসব নমুনার ১৩ দশমিক ৩৩ শতাংশের মধ্যে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
গতকাল দেশে ২০ হাজার ৫৭১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত দেশে মোট ৫৩ লাখ ৪৭ হাজার ৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর মোট পরীক্ষার ১৩ দশমিক ৯৩ শতাংশ পজিটিভ।
আজ রোববার (২৫ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
একনজরে দেশের করোনার চিত্র
নতুন করে শনাক্ত হয়েছেন: ২৯২২ জন
মোট আক্রান্তের সংখ্যা: ৭৪৫৩২২ জন
২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে: ১০১ জনের
মোট মৃত্যু হয়েছে: ১১০৫৩ জনের
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন: ৪৩০১ জন
মোট সুস্থ হয়েছেন: ৬৫৭৪৫২ জন
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১০১ জন মারা গেছেন। সোমবার (১৯ এপ্রিল) করোনায় মারা যান ১১২ জন, যা এযাবতকালের সর্বোচ্চ মৃত্যু। এর আগে ১৮ এপ্রিল দেশে করোনায় মারা যান ১০২ জন। এছাড়া ১৭ ও ১৬ এপ্রিল দেশে করোনায় মারা যান ১০১ জন।
গত সাত দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন যথাক্রমে ৮৩, ৮৮, ৯৮, ৯৫, ৯১, ১১২ ও ১০২ জন।
সর্বশেষ তথ্য অনুসারে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৫৩ জনে। মোট শনাক্তকৃত রোগীর বিপরীতে মৃত্যুর হার এক দশমিক ৪৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় দেশে আরও চার হাজার ৩০১ জন সুস্থ হয়েছেন বলে জানানো হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ছয় লাখ ৫৭ হাজার ৪৫২ জন। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ২১ শতাংশ।
অর্থসূচক/কেএসআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.