২২ জনকে সংক্রামিত করার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার

২২ জনকে সংক্রামিত করার অভিযোগে স্পেনে করোনা আক্রান্ত এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। দেশটির মেজরকাতে এ ঘটনা ঘটে।

অভিযোগে জানা গেছে, ৪০ বছর বয়সী ওই ব্যক্তির শরীরে ১০৪ ডিগ্রির বেশি জ্বর এবং কাশি থাকা সত্ত্বেও তিনি কাজ যান। পাশাপাশি ব্যায়ামগারে যাওয়াও অব্যাহত রাখেন।

অভিযুক্ত ওই ব্যক্তির সহকর্মীরা জানিয়েছেন, তিনি মেজরকাতে যে জায়গায় কাজ করেন অসুস্থ অবস্থায় সেখানে গিয়ে মুখ থেকে মাস্ক নামিয়ে কেশেছেন। সেই সঙ্গে সহকর্মীদের সংক্রমিত করতে যাচ্ছেন বলে আতঙ্ক ছড়িয়েছেন।

এই ঘটনার পর অভিযুক্ত ওই ব্যক্তির পাঁচ সহকর্মীর এবং ব্যায়ামগারের তিনজনের করোনা পজিটিভ শনাক্ত হয়। পরে তিন বছরের এক শিশুসহ ওই ব্যক্তির পরিবারের ১৪ জন সদস্যও করোনায় আক্রান্ত হন।

শনিবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে স্পেনের পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির বেশ কিছুদিন ধরে করোনার উপসর্গ দেখা দিচ্ছিল। কিন্তু তারপরও তিনি বাড়িতে না থেকে কাজে গিয়েছিলেন।

পুলিশ আরও জানায়, পিসিআর ল্যাবে করোনা পরীক্ষার নমুনা দেওয়ার পর ফলের অপেক্ষা না করে ওই ব্যক্তি পরের দিনই কাজে ও ব্যায়ামগারে গিয়েছিলেন।

পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তির এক সহকর্মী তাকে বাড়িতে যেতে বললেও তিনি শোনেননি। বরং মাস্ক নামিয়ে কাশতে কাশতে তিনি বলেছেন, তোমাদের সবার মধ্যে করোনা ভাইরাস ছড়িয়ে দেব।

সূত্র: বিবিসি।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.