যে শহরের বাতাসে শুধুই স্বজনহারাদের আর্তনাদ

মহামারি করোনার দ্বিতীয় ঢেউয়ে ভেঙে পড়েছে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা। কিছুতেই পরিস্থিতি সামাল দিতে পারছে না। রোজ সংক্রমণ ও মৃত্যুর নতুন রেকর্ড হচ্ছে। করোনা রোগীদের চাপে দেশটির হাসপাতালগুলোর সামনে যেন নারকীয় চিত্র।

করোনায় খারাপ অবস্থার মধ্যে রাজধানী দিল্লি অন্যতম। দিল্লির হাসপাতালে নেই বেড, নেই অক্সিজেন। এমন অবস্থায় বাধ্য হয়ে হাসপাতালের বাইরেই চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। এমনকি মরদেহ দাফন করার মতো পর্যাপ্ত জায়গাও নেই অনেক কবরস্থানে।

করোনার ভয়াবহতায় দিল্লি হয়ে উঠেছে যেন এক মৃত্যুকূপ। প্রতিনিয়ত কেউ না কেউ হারাচ্ছেন প্রিয় মানুষকে। স্বজন হারানোর আহাজারিতে প্রকম্পিত হচ্ছে চারপাশ। যেখানে কান পাতলেই শোনা যায় স্বজনহারাদের আর্তনাদ।

দিল্লির হাসপাতালগুলোর একেকটি শয্যা যেন এখন সোনার হরিণ। শয্যার আসায় আক্রান্ত স্বজনদের নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন অনেকে।

গাজিয়াবাদের হিন্দনঘাট শ্মশানে প্রকাশ্যেই সারি করে রাখা হয়েছে মৃতদেহ

তবে, সরকারি কিংবা বেসরকারি সব হাসপাতালের বাইরে নোটিশে লাগানো বার্তা নেই শয্যা, নেই অক্সিজেন। বাধ্য হয়ে হাসপাতালের বাইরেই যে যেভাবে পারছেন অবস্থান করছেন। চিকিৎসাও দেওয়া হচ্ছে সেখানেই।

এদিকে, প্রতিদিন মরদেহের চাপ বাড়ছে কবরস্থান ও শ্মশানগুলোতে। অনেক কবরস্থানে কবর দেওয়ার জায়গাও ফুরিয়ে এসেছে। শ্মশানে হচ্ছে গণদাহ। এরপরও মরদেহ দাহ করার জন্য কয়েকদিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।

এদিকে অক্সিজেন সংকটের জন্য কেন্দ্রের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

সূত্র: এনডিটিভি।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.