পুঁজিবাজারে তালিকভুক্ত কোম্পানি সোনালী পেপার লিমিটেড চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
শনিবার (২৪ এপ্রিল) ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২২ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিল ৩২ পয়সা।
তিন প্রান্তিক মিলিয়ে তথা নয় মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ২৯ পয়সা, যা আগের বছর একই সময়ে ২ টাকা ০৮ পয়সা ছিল।
তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৭ টাকা ৮০ পয়সা, যা গত বছরের একই সময়ে ৭ টাকা ১০ পয়সা ছিল।
৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৮১ টাকা ৭৩ পয়সা।
অর্থসূচক/এসএ/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.