মুভমেন্ট পাস নিয়ে ওড়না ডেলিভারি, জরিমানা হাজার টাকা

সরকারের সর্বাত্মক বিধিনিষেধের মধ্যে মেয়েদের ওড়না ‘জরুরি ভিত্তিতে’ ডেলিভারি দিতে যাচ্ছিলেন এক অনলাইন পেইজের মালিক। র‍্যাবের ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করলেন, আপনার এ কাজটি কি জরুরি? আওলাদ উত্তর দিলেন, ‘আমি তো জরুরি জানতাম।’ উত্তর সন্তোষজনক না হওয়ায় ১০০০ টাকা জরিমানা করা হয় তাকে।

আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে রাজধানীর শাহবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযান চলাকালে শাহ আলমের মোটরসাইকেলে থাকা ব্যাগ সম্পর্কে ম্যাজিস্ট্রেট জানতে চাইলে তিনি বলেন, এতে মেয়েদের ওড়না আছে। আমি নিউ মার্কেট এলাকায় যাব ডেলিভারির জন্য।

সকাল থেকে পরিচালিত অভিযানে মোট ১১ জনকে ৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। সড়কে চলাচলকারী অধিকাংশ লোকজনই ম্যাজিস্ট্রেটকে ‘হাসপাতালে যাব’- এমন কারণ দেখাচ্ছেন।

অভিযানের বিষয়ে ম্যাজিস্ট্রেট পলাশ বসু গণমাধ্যমকে বলেন, আমরা প্রধানমন্ত্রী কার্যালয়ের ১৮টি নির্দেশনা ও মন্ত্রিপরিষদ বিভাগের কঠোর নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান চালাচ্ছি। অনেকেই সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে কম প্রয়োজনে বাইরে বের হচ্ছেন। তাদের জরিমানা করা হচ্ছে। তবে আমাদের মূল উদ্দেশ্য জরিমানা নয়, আমরা সংক্রমণ কমাতে মানুষকে সচেতন করতেই অভিযান চালাচ্ছি।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.