আইপিও ফান্ড ব্যবহারের সময় বেড়েছে এডিএন টেলিকমের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকমের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ফান্ড ব্যবহারের সময় বেড়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির ফান্ড ব্যবহারের সময় বাড়ানোর অনুমোদন দিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সুত্র জানায়, কোম্পানিটির বিএমআরই প্রকল্পে ২৮ কোটি ৮৫ লাখ ৮২ হাজার ৮৬৮ টাকা ব্যবহারের মেয়াদ ২ বছর বাড়ানো হয়েছে। ২০২২ সালের ৩১ ডিসেম্বর পরযন্ত বাড়ানো হয়েছে।

ডাটা সেন্টারের জন্য ৩ কোটি ২৬ লাখ ৩২ হাজার ৮১৩ কোটি টাকা ব্যবহারের সময় এক বছর অর্থাৎ আগামী ৩০ সেপ্টেম্বর পরযন্ত বাড়ানো হয়েছে। ডাটা সেন্টারের ঠিকানা পরিবর্তন করা হয়েছে।

এছাড়া কোম্পানিটির ১ কোটি ৩৮ লাখ ৬০ হাজার ৩১ টাকা সিটি ব্যাংকের ঋণ পরিশোধের জন্য রাখা হয়েছে। যত দ্রত সম্ভব কোম্পানিটি ঋণ পরিশোধ করবে।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.