করোনায় আরও ৬৩ জনের মৃত্যু, শনাক্ত ৭৪৬২

রাজধানীসহ সারাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৬৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয় হাজার ৫৮৪ জনে। এ সময়ে নমুনা পরীক্ষায় নতুন আরও সাত হাজার ৪৬২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ছয় লাখ ৭৩ হাজার ৫৯৪ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশে সাত হাজার ৪৬২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।  গত বুধবার (০৭ এপ্রিল) করোনা রোগী শনাক্ত হয় সাত হাজার ৬২৬ জন। যা একদিনে এ যাবতকালের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

আগের সাত দিনে দেশে যথাক্রমে ৬৮৫৪, ৭৬২৬, ৭২১৩, ৭০৭৫, ৭০৮৭, ৫৬৮৩ ও ৬৮৩০ জন রোগী শনাক্ত হয়।

গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৩১ হাজার ৬৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর পরীক্ষাকৃত এসব নমুনার ২৩ দশমিক ৫৭ শতাংশের মধ্যে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

গতকাল দেশে ৩৩ হাজার ১৯৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত দেশে মোট ৪৯ লাখ ১৫ হাজার ৭৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর মোট পরীক্ষার ১৩ দশমিক ৬২ শতাংশ পজিটিভ।

আজ শুক্রবার (০৯ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


একনজরে দেশের করোনার চিত্র

নতুন করে শনাক্ত হয়েছেন: ৭৪৬২ জন

মোট আক্রান্তের সংখ্যা:৭৩৫৯৪ জন

২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে: ৬৩ জনের

মোট মৃত্যু হয়েছে: ৯৫৮৪ জনের

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন: ৩৫১১ জন

মোট সুস্থ হয়েছেন: ৫৬৮৫৪১ জন


গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৬৩ জন মারা গেছেন। এর আগে  (০৮ এপ্রিল) মারা যান ৭৪ জন। যা এযাবৎ কালের সর্বোচ্চ।

গত সাত দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন যথাক্রমে ৭৪,৬৩, ৬৬, ৫২, ৫৩, ৫৮ ও ৫০ জন।

সর্বশেষ তথ্য অনুসারে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে নয় হাজার ৫৮৪ জনে। মোট শনাক্তকৃত রোগীর বিপরীতে মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিন হাজার ৫১১ জন সুস্থ হয়েছেন বলে জানানো হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৬৮ হাজার ৫৪১ জন। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৪০ শতাংশ।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.