ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় আওয়ামী লীগ মর্মাহত: হানিফ

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও প্রতিনিধি দল।

পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এখানে ক্ষয়ক্ষতি দেখতে এসেছি। এই ঘটনায় বাংলাদেশ আওয়ামী লীগ মর্মাহত।

আজ বুধবার (৩১ মার্চ) দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ঘটনাগুলোকে পূর্ব পরিকল্পিত উল্লেখ করে হানিফ বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনার সঙ্গে বিএনপি, জামাতের যে সম্পৃক্ততা ছিল তা প্রমাণিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনে বিরোধীদের উস্কে দিয়েছে বিএনপি। বিএনপি নিজেদের জনপ্রিয়তা হারিয়ে এখন জামায়াতের কাঁধে ভর করেছে।

পরিদর্শনকালে স্থানীয় এমপি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ আওয়ামী লীগের প্রতিনিধি দল তার সঙ্গে ছিল।
উল্লেখ্য, রোববার হেফাজত ইসলামের ডাকা হরতাল থেকে বিভিন্ন সরকারি বেসরকারি দফতর ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুর করে অগ্নিসংযোগ করে।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.