একদিনেই সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সম্ভব: রুহানি

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আমেরিকা যদি ইরানবিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহারে আন্তরিক হয় তাহলে একদিনেই সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সম্ভব। আর আমেরিকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে সেদিনই ইরানও তার প্রতিশ্রুতি পালন শুরু করবে।

আজ (৩১ মার্চ) মন্ত্রী পরিষদের বৈঠকে এ কথা বলেন। রুহানি বলেন, নিষেধাজ্ঞা দিয়ে ইরানি জাতির বিরুদ্ধে মারাত্মক জুলুম করছে আমেরিকা, এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতেই হবে। নিষেধাজ্ঞা ইস্যুতে শতভাগ দায়ী হচ্ছে আমেরিকা। এ ক্ষেত্রে কোনো ধরণের সন্দেহের অবকাশ নেই।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ট্রাম্প সরকার খাদ্য ও ওষুধের উপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য সরকার হচ্ছে ট্রাম্পের সরকার। ইরানি জাতি, ফিলিস্তিনি জাতি এমনকি মার্কিনীদের জন্যও ট্রাম্পের সরকার ছিল সবচেয়ে খারাপ সরকার।

জো বাইডেনের সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আগের সরকারের মতোই সন্ত্রাসী তৎপরতা অব্যাহত রেখেছেন। আমাদের অর্থ আটকে রেখেছেন। আমাদের ব্যবসা-বাণিজ্যের পথে বাধা সৃষ্টি করছেন এমনকি আপনারা আমাদের কাছে ভ্যাকসিন পর্যন্ত পৌঁছাতে দিচ্ছেন না।’

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.