ফায়সাল রাহমান প্রাইম ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার হিসেবে কর্পোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগে দায়িত্ব পালন করেন।
সুদীর্ঘ ২৫ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে ইতিপূর্বে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ঊর্ধ্বতন পদে দায়িত্ব পালন করেন। ইস্টার্ন ব্যাংকে তিনি সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কর্পোরেট ব্যাংকিং ডিভিশনের রিলেশনশিপ ও স্ট্রাকচার্ড ফাইন্যান্স ইউনিট প্রধান ছিলেন।
ফায়সাল রাহমান ১৯৯৫ সালে ক্রেডিট এগ্রিকোল ইন্দোসুয়েজ (Credit Agricole Indosuez) এ ক্রেডিট অ্যানালিস্ট হিসেবে তার কর্মজীবন শুরু করেন।
ফায়সাল রাহমান যুক্তরাষ্ট্রের ইস্ট স্ট্রাউডসবার্গ ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়া থেকে বিজনেস ম্যানেজমেন্টে বিএসসি এবং অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি একজন ওমেগা সার্টিফায়েড ‘ক্রেডিট প্রফেশনাল’।
অর্থসূচক/কেএসআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.