মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিনামূল্যে হেলথ ক্যাম্পেইনের আয়োজন করে দ্য ইউনিক ৯৮। যার মধ্যে ছিল ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস পরীক্ষা ও ওষুধ বিতরণ।
স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে জাতির বীর সন্তানদের স্মরণে এমন আয়োজনে দুস্থ ও গরীব রোগীদের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এগিয়ে এসেছে ১৯৯৮ সালের এসএসসি পাশকৃত বন্ধুগণ ও তাদেও সংগঠন দ্য ইউনিক ৯৮।
দ্য ইউনিক ৯৮ বিশ্বাস করে সমাজের সুবিধাবঞ্চিত ও অবহেলিত জনগোষ্ঠীর সঠিক জীবনমান ও মৌলিক অধিকার নিশ্চিতের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রকৃত সোনার বাংলা বাস্তবায়ন সম্ভব। এই মূল্যবোধ থেকে দ্য ইউনিক ৯৮ স্বাস্থ্য সেবা নিয়ে ঢাকার রায়েরবাজারে টালি অফিস মোড়ে দিনব্যাপী এক অভূতপূর্ব স্বাস্থ্য সেবার আয়োজন করে, যা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
উক্ত হেলথ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্যানেল মেয়র এবং ১৪নং ওয়ার্ড কমিশনার হাজী ইলিয়াসুর রহমান বাবুল। উপস্থিত ছিলেন ১৪, ১৫ ও ১৮নং ওয়ার্ড কমিশনার শিরিন গাফ্ফার, সাবেক কমিশনার আমজাদ হোসেন মিয়া, ডা. মো. মেহেদী হাসান, নূর ই আলম ভূঁইয়া, ডা. জাবির, ডা. নন্দিতা দাশ, মোহাম্মদ সবুজ সরকার, মোহাম্মদ জিয়াউল ইসলাম, রোকেয়া মুন্নি, মো. মুরাদ হোসেন এবং ১৯৯৮ সালের এসএসসি পাশকৃত বন্ধুরা।
অর্থসূচক/কেএসআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.