সুযোগ হাতছাড়ায় শীর্ষে মুশফিক

বাংলাদেশের ক্রিকেটে মুশফিকুর রহিমের চরিত্রটা ঠিক যেন নন্দ ঘোষের মতো। ব্যাটিংয়ে ভালো করলেও সেটা আড়ালে পড়ে যায় তাঁর বাজে উইকেট কিপিংয়ের জন্য। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে ক্যাচ মিস করে বেশ কয়েকবারই দলকে বিপাকে ফেলেছেন তিনি।

গেল কয়েক বছর ধরেই উইকেট কিপিং নিয়ে সমালোনার মুখে পড়তে হচ্ছে মুশফিককে। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে রান আউট মিস করার পর সেটা আরও প্রবল হয়েছে। এর মাঝে টেস্টে উইকেটরক্ষকের দায়িত্বও ছেড়েছেন তিনি। এখন কেবল মাত্র রঙিন পোশাকের ক্রিকেটে উইকেটের পেছনে দায়িত্ব সামলাচ্ছেন তিনি। সেখানেও সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাঁকে। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও ক্যাচ মিস করেছেন তিনি।

এদিন তাসকিন আহমেদের বলে জেমস নিশামের সহজ ক্যাচ ছাড়েন মুশফিক। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ছাড়ায় ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে সমালোচনা। ৪০০ ডিসমিসালের মালিক হলেও উইকেটরক্ষক হিসেবে অন্যান্যদের তুলনায় তাঁর মিসের হারটা ঢের বেশি।

২০১৯ সালের বিশ্বকাপের আগ পর্যন্ত এক জরিপে দেখা গেছে উইকেটরক্ষকদের মাঝে সুযোগ মিসের তালিকায় সবার উপরে মুশফিক। ৮৬টি সুযোগ পেলেও সেখানে ৩২ শতাংশ হাতছাড়া করেছেন তিনি। ২২ শতাংশ সুযোগ হাতছাড়া করে যৌথভাবে দুইয়ে রয়েছেন দীনেশ কার্তিক ও আদনান আকমল। ২১ শতাংশ সুযোগ হাতছাড়া করেছেন সরফরাজ আহমেদ। এরপর যথাক্রমে কামরান আকমল ২০ শতাংশ, অ্যাডাম গিলক্রিস্ট ১২ শতাংশ, এবি ডি ভিলিয়ার্স ১১ শতাংশ, তাতেন্দা টাইবু ১১ শতাংশ, বিজে ওয়াটলিং ১১ শতাংশ এবং মার্ক বাউচার ১০ শতাংশ সুযোগ হাতছাড়া করেছেন।

 

অর্থসূচক/এএইচআর

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.