প্রথম ইনিংসে মাত্র ১৬৯ রানে অল আউট হলেও ৫ উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে খেলায় ফেরান সুরাঙ্গা লাকমাল। ৭ উইকেট হারানোর পর ওয়েস্ট ইন্ডিজের লিড যখন মাত্র ২ রান তখন ব্যাট হাতে জ্বলে ওঠেন রাকিম কর্নওয়াল। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ব্যাট হাতে বিবর্ণ হলেও এদিন হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান।
৯ চার ও ২ ছক্কার সাহায্যে ৭৯ বলে ৬০ অপরাজিত রয়েছেন তিনি। অষ্টম উইকেটে জশুয়া ডি সিলভার সঙ্গে ৯০ রানের জুটি গড়ে দলকে বড় লিডের আশা দেখাচ্ছেন তিনি। দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৮ উইকেটে ২৬৮ রান। ফলে শ্রীলঙ্কার চেয়ে ৯৯ রানে এগিয়ে রয়েছে ক্যারিবীয়রা।
এর আগে বিনা উইকেটে ১৩ রান নিয়ে দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ দিনের শুরুতেই ক্রেইগ ব্রাথওয়েটকে হারায়। মাত্র ৩ রান করে সাজঘরে ফেরেন এই ক্যারিবীয় অধিনায়ক। এরপর ৫৬ রানের জুটি গড়েন জন ক্যাম্পবেল ও এনক্রুমাহ বোনার। স্পিনার লাসিথ এম্বুলদেনিয়ার বলে লেগ বিফোরের ফাঁদের পড়ে ৩১ রান করে বোনার ফিরলে ভাঙে এই জুটি।
শুরু থেকেই ধীরগতির ব্যাটিং করেন ক্যাম্পবেল। তবে দুশমন্থ চামিরার বলে ৪২ রান করে সাজঘরে ফেরেন ক্যাম্পবেল। তবে এদিন থিতু হতে পারেননি ব্লাকউড। লাকমলের বলে ফিরেছেন মাত্র ২ রান করে। এদিকে শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করেন কাইল মায়ার্স।
একটু আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকা বাঁহাতি এই ব্যাটসম্যান শেষ পর্যন্ত থামেন ৭০ বলে ৪৫ রান করে। চা-বিরতির পর জেসন হোল্ডার ১৯ ও আলজারি জোসেফকে ফিরিয়ে ক্যারিয়ারে চতুর্থবারের মতো ৫ উইকেট নেন লাকমল। এরপর ডি সিলভা ও কর্নওয়াল মিলে দলকে বড় লিড এনে দেন।
কর্নওয়ালের সঙ্গে দারুণ ব্যাটিং করতে থাকা ডি সিলভা শেষ পর্যন্ত হাফ সেঞ্চুরি করতে না পারার আক্ষেপে পুড়েছেন। ১২৪ বলে ৪৬ রান করা ডি সিলভাকে ফেরান চামিরা। ইনিংসটি খেলতে ৫টি চার মেরেছেন তিনি। লঙ্কানদের হয়ে লাকমলের ৫ উইকেট ছাড়া দুটি উইকেট নিয়েছেন চামিরা।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.