বাংলাদেশ পুলিশ প্রশাসনে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার পাঁচজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
এই রদবদল এনে আজ সোমবার (২২ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আদেশে এপিবিএন-২ এর অধিনায়ক মোহাম্মদ নজরুল হোসেনকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি), এপিবিএন-১ এর অধিনায়ক মো. নিজামুল হক মোল্যাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি), রাজশাহী ডিআইজি রেঞ্জ অফিসের মো. বেলায়েত হোসেনকে এপিবিএন-১ এর অধিনায়ক হিসেবে, খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মোহাম্মদ সারওয়ার আলমকে এপিবিএন-২ এর অধিনায়ক এবং বরিশালের ডিসি মো. নাইমুল হককে এপিবিএন-১৪ এর অধিনায়ক হিসেবে বদলি করা হয়েছে।
আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
অর্থসূচক/কেএসআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.