রাজধানীর মতিঝিলে পাটকল করপোরেশন ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসর ১৩টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ সোমবার (২২ মার্চ) দুপুর ১টা ৩৫ মিনিটে আদমজী কোর্ট ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক মো. সাজ্জাদ হোসাইন।
তিনি জানান, ওই ভবনের সাত তলায় আগুন লেগেছে। ভবনের ভিতরে অনেক কাগজ থাকায় সেগুলো পুড়ে গিয়েছে। তাই আগুন নিয়ন্ত্রণে আসলেও ধোয়া উড়ছে। তবে আগুন লাগার কারণ এখনো জানাতে পারেননি তিনি।
অর্থসূচক/এনএইচ/কেএসআর